তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ –বুধবার- সকাল ৮ টায় জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা- ও কর্মচারীবৃন্দ, জেলার সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৯ টায় লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে ফুল ও ক্রেস্ট প্রদানসহ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
এরপর পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, রোভার স্কাউট, গালর্স-ইন-স্কাউটিং, গার্লস গাইডসহ অন্যান্য শিশু কিশোর সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮