চঞ্চল,
লালমনিরহাট সদর উপজেলার মাঝাপাড়া এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নারী হলেন মর্জিনা খাতুন (৩৫) । এই ঘটনায় অটোভ্যানের আরও তিনজন যাত্রী আহত হয়েছেন ।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । নিহত মর্জিনা খাতুন ওই ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী ছিলেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাড়ি থেকে ফকিরের তকেয়া গামী একটি ব্যাটারিচালিত অটোভ্যান মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাসটি পেছন থেকে সেটিকে ধাক্কা দেয় । ধাক্কার তীব্রতায় অটোটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মর্জিনা খাতুন নিহত হন ।
আহত তিন যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় দ্রুত হাসপাতালে পাঠানো হয় । আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮