তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট পৌরসভার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলায় বাড়ি ভাঙচুর, লুটপাটসহ মিথ্যাচার ও মিথ্যা মামলা তথা মব জাস্টিসের শিকার হয়েছেন এমন অভিযোগ উঠিয়ে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
সোমবার রাত ১০টায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনটিতে একটি লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারটির একজন সদস্য শাহাদাত হাবিব শাওন।
ওই সংবাদ সম্মেলনে শাওন জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে পতিত আঃ লীগ সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা তাদের বাসায় অতর্কিত হামলা চালায়। সে সময় তার মা, নানি, দাদিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে এলোপাতাড়িভাবে আঘাত করে জখম করে। ওই ঘটনায় তারা সদর থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু স্থানীয় এমপি মতিয়ার রহমানের বাঁধায় পুলিশ মামলাটি নেয়নি। পরে আদালতের শরণাপন্ন হয়ে সেখানে মামলা করেন তারা। গত বছরের ওই ঘটনার জের ধরে গত শুক্রবার -৭ মার্চ- রাতে গুজব ছড়িয়ে ও উসকানি দিয়ে ছাত্রলীগ সমর্থিত কিছু ব্যক্তি শাওনের দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। পরে শাওনদের বাড়িসহ আরও তিনটি বাড়িতে ভাঙচুর করে ও লুটপাট চালায়। সে সময় হামলাকারীরা বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ কোনও মামলা নথিভুক্ত করেনি। তবে ওইদিন সালামের ছেলে ও রোহানের হতাহতের ঘটনাটি কে বা কারা করলো তারা জানেন না।
শাওন আরও জানান, বর্তমানে তাদের পরিবারসহ আশেপাশের আরও তিনটি বাড়ির লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাওনের মা জমিলা বেগম, তার মামা ফজলুর রহমান ও মামী আনজু বেগম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮