চঞ্চল,
লালমনিরহাটের কুলাঘাটে রাসায়নিকমুক্ত নিরাপদ সবজি চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। ‘কাকেয়া সমন্বিত কৃষি উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি’র সদস্যদের উৎপাদিত এই বিষমুক্ত সবজি কিনতে এখন সরাসরি মাঠেই ভিড় করছেন ক্রেতারা।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং 'আরইএলআই' প্রজেক্টের আওতায় এই কৃষি কার্যক্রম চলছে। সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত এই সমিতিটি এখন স্থানীয় নারীদের স্বাবলম্বী হওয়ার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
সম্প্রতি সবজি প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ খন্দকার সোহায়েল আহমেদ। তিনি বলেন, "নিরাপদ খাদ্যের সংকটে এই নারীরা বিষমুক্ত সবজি জোগান দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।" পরিদর্শনকালে এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুস সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই সবজির ব্যাপক চাহিদা থাকায় ভবিষ্যতে কার্যক্রমটি আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন সমিতিটির সভাপতি শাপলা বেগম ও সাধারণ সম্পাদক জোছনা খাতুন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮