প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১:২৪ পি.এম
লালমনিরহাটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ এলাকায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহীন ইসলাম -২৮- নামে এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার "১৫ মার্চ" -রাতে ওই ফেরিওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি আলী আকবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ফেরিওয়ালা যুবক শাহীন সরলখাঁ এলাকার বাসিন্দা শওকত আলির ছেলে। বিকেলে ওই নারী বাড়িতে একা থাকার সুযোগ নেয় সে। ওই সময় ভুক্তভোগী নারীর ছোট ভাই বাড়িতে এসে তাকে হাতেনাতে পাকড়াও করেন। পরে সন্ধ্যায় অভিযুক্ত শাহীনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরপর শনিবার রাতে ওই নারীর বাবা আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন ।
ওসি আলী আকবর জানান, শাহীন গ্রেপ্তার হয়েছে।আর ভুক্তভোগী ওই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রবিবার মেডিকেল টেস্ট করানো হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২