প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১০:১৫ পি.এম
লালমনিরহাটে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার “২১ মার্চ” রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউপি’র ঘোঙ্গাগাছ “সেবকদাস নিথক” এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম।
র্যাব জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৪ঃ১০ মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি অভিযানিক দল। সে সময় ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেবকদাস নিথক দক্ষিনপাড়া গ্রামে অবস্থিত আসামি সফিকুলের বাড়ি থেকে ২২৪ বোতল ফেনসিডিল জব্দসহ সফিকুলকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত সফিকুলকে সংশ্লিষ্ট থানার কাছে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২