চঞ্চল,
লালমনিরহাট জেলা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে এবং বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় লালমনিরহাট জেলা পুলিশ।
৩০ জুলাই, বুধবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট, আদিতমারী থানা এবং কালীগঞ্জ থানাধীন গোড়ল তদন্ত কেন্দ্রের সদস্যরা পৃথক সময়ে এই অভিযান দুটি পরিচালনা করেন।
এই অভিযানে কালীগঞ্জ থানাধীন শিবরাম এলাকা থেকে পলাতক আসামি মনিরুজ্জামান ওরফে জামালের বাড়ি থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটোরিকশা দুটির মধ্যে একটি আদিতমারী থানাধীন ভেলাবাড়ী ইউনিয়নের সালমারা গ্রামের জয়নাল আবেদীনের বলে শনাক্ত করা হয়েছে। জয়নাল আবেদীনের বর্ণনা অনুযায়ী, তার অটোরিকশাটি গত ২৪ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার রাত ১০টায় হাতীবান্ধা থানাধীন দইখাওয়া বাজার এলাকা থেকে চুরি হয়েছিল। তার অভিযোগের ভিত্তিতেই জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অটোরিকশা দুটি জব্দ তালিকা মূলে জব্দ করে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিনে, লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পৃথক একটি অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী এই অভিযানে ৩০ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানাধীন মোগলহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড খানাটারী মৌজা থেকে সিরাজুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৯ কেজি ১৭৫ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য। আর সেইজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮