লালমনিরহাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করা হয় । আজ বিভিন্ন বিভাগে ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
এ সময় জেলার বিভিন্ন স্কুলকলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বিজ্ঞান শিক্ষার প্রসারে এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮