তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী সাপ্টিবাড়ী এলাকার ধর্ষণচেষ্টা মামলার আসামি হাবিব মিয়া -২৬- জামিনে জেল থেকে বের হয়ে মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠিয়েছে ভুক্তভোগী পরিবার। তারা এই ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার -১৭ মে- দুপুরে জেলা শহরের ‘গল্পকথা’ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের একজন সদস্য আব্দুল মালেক বলেন, “দীর্ঘদিন থেকে তার স্ত্রীকে উত্ত্যক্ত করার পর গত ২৭ মার্চ তাকে ধর্ষণের চেষ্টা করে সাপ্টিবাড়ী বাজারের হাফিজ আলির পুত্র হাবিব মিয়া। এই ঘটনায় আমরা মামলা করলে ধর্ষণচেষ্টাযর দায়ে অভিযুক্ত হাবীবকে জেলে পাঠায় আদালত। পরে সে জামিনে বের হয়ে আসে। এরপর শুক্রবার সকালে হাবিব তার দলবল নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করে।“
আব্দুল মালেক আরও বলেন, “ শুক্রবার খবর পেয়ে তিনজন সাংবাদিক আমাদের বাড়িতে সংবাদ সংগ্রহ করতে যান। সে সময় হাবীবের লোকজনের তাদেরকেও হামলা করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর আমাদের বাড়িতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় শুক্রবার রাতে হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকেরা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।“
ভুক্তভোগী আব্দুল মালেক অভিযোগের সুরে বলেন, “আমরা বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় আদিতমারী থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। আসামি পক্ষ থেকে আমাদের ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে। আমরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছে।“
এই সংবাদ সম্মেলনে হাবিবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান আব্দুল মালেক।
সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী, মা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮