প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৮:৩৬ পি.এম
লালমনিরহাটে ছুরি ধরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বুধবার দিবাগত মধ্যরাতে বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে ওই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ৩ জন গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নাজমুল হোসেন -২৭-, সিদ্দিক -২৫- ও মেহেদি হাসান -২০-।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত মধ্যরাতে মধ্যরাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী নুরুজ্জামান। পথে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় আসলে আগে থেকে ওৎ পেতে থাকা ৫ ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায়। সে সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদের মধ্যে ৩ জন ঘটনার পর পালিয়ে যায়। বাকি দুইজন নুরুজ্জামানকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু নুরজ্জামান চিৎকার দেয়ায় এলাকাবাসী ওই দুই ছিনতাইকারী আটক করে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে নুরুজ্জামান মামলা দায়ের করলে হাতীবান্ধা থানা পুলিশের অভিযানে আরেকজন ছিনতাইকারী গ্রেপ্তার হন। তবে ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা “ওসি” মাহমুদুন্নবী-নবী বলেন, “মামলা হওয়ার পর অভিযান চালিয়ে আমরা আরেকজনকে গ্রেপ্তার করেছি। তবে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। বাকিদের গ্রেপ্তারে ও টাকা উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২