প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:৪২ পি.এম
লালমনিরহাটে গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

চঞ্চল:
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার -৮ জুলাই- সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন – বিএইচএএ-, লালমনিরহাট জেলা শাখা ।
অবস্থান কর্মসূচি চলাকালে বিএইচএএ, লালমনিরহাটের সভাপতি মো. মমিনুর রহমান বলেন, “আমরা গত ২০ জুন তারিখে আমাদের দাবিগুলো জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লেখা একটি স্মারকলিপি সিভিল সার্জন মহোদয়ের কাছে জমা দিই। এর আগে আমরা দাবি আদায়ে এমআর ক্যাম্পেইন বন্ধ করা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান ও সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, লাইন ডাইরেক্টর – ইপিআই-, এমআইএস মহাপরিচালক, ডিজিএফআই এবং এনএসআই বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেন এখনও আমাদের সমস্যার সমাধান হয়নি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।“
৬ দফা দাবিগুলো হল-
• নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান।
• ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে তাদের ১১ তম গ্রেডে উন্নীতকরণ।
• পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
• পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।
• বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
• পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড দিতে হবে।
এই অবস্থান কর্মসূচি চলাকালে আরও উপস্থিত ছিলেন বিএইচএএ, লালমনিরহাট জেলা কমিটির সম্পাদক মো. জিয়াউর রহমান, ক্যাশিয়ার মো. বেলাল হোসেন, প্রচার সম্পাদক মো. মিলন হোসেন ও সদস্য মোছা. আনোয়ারা বেগমসহ সংগঠনের নেতাকর্মী এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২