চঞ্চল,
তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ ফুটবল প্রশিক্ষণ ও অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা।
'তারুণ্যের উৎসব ২০২৬' উপলক্ষ্যে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসূচির (২০২৫-২৬) আওতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই আয়োজনটি সম্পন্ন করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মাদক ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা সবথেকে কার্যকর মাধ্যম। এই প্রশিক্ষণ ক্যাম্প থেকে লালমনিরহাটের প্রতিভাবান কিশোররা নিজেদের দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তাদের অংশগ্রহণের পথ প্রশস্ত করবে।”
জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মোঃ ফরিদ হোসেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন প্রান্তের উদীয়মান কিশোর ফুটবলাররা এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সেরা ৮টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে সোনালী অতীত ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে মর্নিং স্টার ফুটবল একাডেমি।
মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প শেষে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ জেলা ফুটবল দল গঠন করার পরিকল্পনা রয়েছে জেলা ক্রীড়া অফিসের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮