প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ১১:৩৮ এ.এম
লালমনিরহাটে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলার এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার -১৯ মে -বিকেল ৩ :৩০ মিনিটে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- মো: মাহবুবুর রহমান ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও -মনোনীতা দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তারাবৃন্দ ।
এই সভায় জেলা প্রশাসন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিগত এপ্রিল মাসের বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করাসহ মূল্যবান দিকনির্দেশনা দেয়।
এর পাশাপাশি কাজ করতে গিয়ে তাদের যেই সমস্যাগুলো হয় সেগুলো শোনা হয় এবং সমাধানের আশ্বাস দেয়া হয়।
উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকল বেসরকারি সংস্থার কর্মকর্তাদের জেলার উন্নয়নে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানানো হয় ও ভবিষ্যতেও তাদের ভাল উদ্যোগগুলো অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২