প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৫:৩৫ পি.এম
লালমনিরহাটে ইয়াবাসহ কুড়িগ্রামের মাদক কারবারি গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম -৩০-নামে কুড়িগ্রামের এক মাদক কারবায়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার -২০ মে - আশরাফুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- মোহাম্মদ নূরনবী।
গ্রেপ্তার হওয়া আশরাফুল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার মো. নরল ওরফে নুরুল হকের ছেলে ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২. ১৫ মিনিট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবের কূঠি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সেময় ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ নূরনবী জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাসক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২