তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর-৩ নং ওয়ার্ড-এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ সাবিনা ইয়াসমিন-(৪৮-।
এলাকাবাসী ও পুলিশ জানায়, অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন সাবিনা।
মঙ্গলবার -৬ এপ্রিল- রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী।
নিহত সাবিনা ওই এলাকার ছগরু রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা যায়, নিহত গৃহবধূ সাবিনা দীর্ঘদিন ধরে পেটের অসুখের কারণে চিকিৎসা নেন। যার কারণে অনেক অর্থ খরচ হয়। তাই তিনি বা তার পরিবার আর চিকিৎসা করাতে পারছিলেন না। সেই পেটের অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত নিথর দেহ দেখে চিৎকারে দেন। পরে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে এই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ -ওসি -মোহাম্মদ নূরনবী বলেন, “ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সাবিনা দীর্ঘদিন যাবত পেটের অসুখে ভুগছিলেন। সেই অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় সাবিনার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।“
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮