তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ৫০ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল জব্দসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার “১৭ মার্চ” রাত রাতে গ্রেপ্তার ও পিস্তলসহ উল্লিখিত মালামাল জব্দের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বাংগালা এলাকার বাসিন্দা নওশের আলির ছেলে জুয়েল “২৮”, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ছোট শাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে লিটন হালদার “২৭” ও খালিশা এলাকার আজিজের ছেলে মো. আসলাম “৩৫”।
সদর থানার ওসি “তদন্ত” বাদল কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি “সাকোয়ার বাজার” নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক ও তল্লাশি করেন। ওই মাইক্রোবাসে অবস্থান করছিল গ্রেপ্তারকৃত ৩ আসামি। সে সময় তাদের দেহ তল্লাশি করে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে গাড়িতে রাখা একটি বস্তা থেকে ৫০ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা জিজ্ঞাসা করা হলে তারা তা দেখাতে পারেনি। পরে অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, গোপনীয়তা রক্ষার্থে ও তদন্তাধীন এ বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য সাংবাদিকদের বিষয়টি বিলম্বে অবগত করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮