লালমনিরহাটের হাতীবান্ধার ফকিরপাড়া ইউপির একটি কন্যা শিশুকে নির্যাতনের অভিযোগে শিশুটির সৎমা'কে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগের সুরে বলেন, ‘মেয়ের সৎমা তাকে কামড় দিয়েছে , মেয়েটির শরীরের সামনে অ্যাসিড নিক্ষেপ করেছে। সারা শরীরে তার অনেক দাগ রয়েছে । আমি ড্রাইভিং করি। বেশিরভাগ সময় বাড়িতে থাকি না। ঘুমিয়ে আবারও কাজে চলে যাই। আমার মেয়েকে নির্মম নির্যাতন করা হয়। আমি বিচার চাই।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার -আরএমও- আনোয়ারুল ইসলাম জানান , শিশুটি নির্যাতনের শিকার হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিল । প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করা হয়েছে।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮