ইসমাইল আশরাফ
লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার প্রবীণ সাংবাদিক- প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি মোফাখ্খারুল ইসলা মজনু আজ ২৮ নভেম্বর-২০২৪- বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এর আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ হলে ২৫ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন সময়ে ২৮ নভেম্বর অবস্থার অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও- ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি ভোর ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাট সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মুফাখ্খারুল ইসলাম লালমমিরর জেলার সাংবাদিক জগতের পথিকৃৎ ছিলেন। তিনি মৃত্যুকালে তার স্ত্রী- সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী- গুনোগ্রাহী রেখে গেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮