শুক্রবার দিবাগত মধ্যরাতে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন।
ওই বাংলাদেশি নাগরিকরা হলেন-লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গটিয়ারভিটা এলাকার মো. মোস্তাফিজের ছেলে মো. মাহফুজ ইসলাম ইমন -১৬- ও বগুড়া জেলার বকুল –মহাস্থান- ইউনিয়নের মো. সাইফুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম -২২-।
বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে পাটগ্রামের ধবলসূতি বিওপির সীমান্ত পিলার-৮২৫/১-এস এর কাছাকাছি একটি ভারতীয় চা বাগানে টিকটক ভিডিও ধারণ করতে যান ওই দুই নাগরিক। সে সময় ভারতের ২০ থেকে ২৫ গজ ভিতর তাদেরকে আটক করে বিএসএফ। এই সীমান্তের বাংলাদেশ অংশে তিস্তা ব্যাটালিয়ন -৬১ বিজিবি- এর অধীন। পরে বিজিবির রংপুর-৬১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার ভারতের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সাথে যোগাযোগ করেন ও তাদেরকে ফেরত দেয়ার অনুরোধ করেন। পাশাপাশি পতাকা বৈঠকের আহ্বান জানান। পরে ওই দিন দিবাগত মধ্যরাত আনুমানিক ১.৫৫ মিনিট বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।
হস্তান্তরকৃত বাংলাদেশিরা বিজিবকে জানায়, বিএসএফ তাদের সাথে কোনো নির্যাতন বা দুর্ব্যবহার করেনি। তাদের প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করায় তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮