প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:১০ এ.এম
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারি ও সেবনকারীর জেল।।

মিজানুর রহমান মিলন
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশর বিশেষ অভিযান পরিচালনায় ০১ জন মাদক কারবারি ও ০৩ জন মাদক সেবীকে ০২ -দুই- বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিলসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক কারবারিকে ০১ বছরের সাজা এবং অপর ০৩ জন মাদকসেবীকে ১৫ দিন করে সাজা প্রদান করেছে।
জানা যায়- সোমবার -১৬ সেপ্টেম্বর- পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় কালীগঞ্জ থানাধীন ০৬ নং গোড়ল ইউনিয়নের গোড়ল মৌজাস্থ জনৈক মোঃ বাবু এর মুদির দোকানের সামনে কাচা রাস্তার উপর মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ আঃ মতিন -৩৮- পিতা-মোঃ খবির উদ্দিন- সাং-মালগাড়া- থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং মাদক সেবনকারী ১। মোঃ মোজাম্মেল হোসেন মিন্টু -৪৪- পিতা-মৃত মাহাবুবার রহমান- ২। মোঃ সুমন চৌধুরী -৪৫- পিতা-মৃত মুন্নাফ চৌধুরী- উভয় সাং-জুম্মাপাড়া- থানা-কোতয়ালী- জেলা- রংপুর- ৩।মোঃ মাসুদ রানা -৩০- পিতা-মোঃ মহসিন আলী- সাং-ময়না কুঠি- থানা-হারাগাছ- জেলা- রংপুরকে ০২ -দুই- বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকব্যবসায়ী মোঃ আঃ মতিন -৩৮ -কে ০১ -এক- বছরের সাজা এবং মাদকসেবী মোঃ মোজাম্মেল হোসেন মিন্টু -৪৪- মোঃ সুমন চৌধুরী -৪৫- মোঃ মাসুদ রানা -৩০- কে ১৫ -পনের- দিন করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন এসআই মোঃ আব্দুল কাদের ও তার সঙ্গীয় ফোর্সগন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২