তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জের চামটা-কালীগঞ্জ বাইপাস সড়কে খালিসা এলাকায় ধানের খড় শুকানোর সময় পুলিশ সদস্যের মোটরসাইকেলের নিচে পড়ায় গুরুতর আহত হন নিলিমা রানি -৪৫- নামে এক নারী । পরে বাড়িতে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শনিবার -২৪ মে- বিকেলের দিকে ঘটা এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-সেলিম মালিক।
দুর্ঘটনার নিহত নিলিমা মদাতি ইউনিয়নের খালিসা এলাকার শ্রী কামিনী রায়ের স্ত্রী বলে জানা গেছে ।
পুলিশ জানায়, খালিসা এলাকার অবস্থিত চামটা- কালীগঞ্জ বাইপাস সড়কে বাড়ির পাশে বোরো ধানের খড় শুকাচ্ছিলেন এই নারী। অন্যদিকে চামটা বাজার থেকে মোটরসাইকেলে আরেকজন পুলিশ সদস্যকে নিয়ে থানায় ফিরছিলেন কনস্টবল আশিক। খালিসা এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত গৃহবধূ নিলিমা রানীর শরীরের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরাও পরে গিয়ে আহত হন। এদিকে নিলিমা গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তার বাড়িতে নিলে তিনি মারা যান।
এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, নিলিমা সঠিক সাইডেই দাঁড়িয়ে ছিলেন। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে আসছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ -ওসি- সেলিম মালিক। তিনি বলেন, “পুলিশ সদস্যরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে যান । এর আগে তারা নীলিমার উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করেন। কিন্তু সেই অ্যাম্বুলেন্স আসার আগেই নীলিমা মারা যান । পুলিশ সদস্যদের আন্তরিকতায় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন । আমি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সাথে আলোচনা করা হয়। তাদের কোনো অভিযোগ না থাকায় লাশ শেষকৃত করার অনুমতি দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮