লালমনিরহাট জেলার কালীগঞ্জর গোড়ল ইউনিয়নে বাড়ির গরুকে বিদ্যুতায়িত হওয়া থেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন মা কমলা বেগম -৭০- ও ছেলে জামাল হোসেনের -৩০-।
শনিবার -১৭ মে- সকাল আনুমানিক ১১টার দিকে গোড়ল ইউনিয়নের দুলালি -হাড়িখোওয়া- এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মা কমলা ও ছেলে জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম ।
পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা যায়, শনিবার সকালে ওই এলাকায় বৃষ্টি হয়। সে সময় জামালদের বাড়ির একটি গরু খাবার খুঁজতে গিয়ে পাশের ঘরে ঢুকে যায়। সেইখানে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জিং করা হচ্ছিল। গরুটি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করায় অটোরিকশার সাথে ধাক্কা লাগে ও বিদ্যুতায়িত হয়। গরুকে বাঁচাতে গিয়ে জামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়েন। এরপর তার মা কমলা বেগম জামালকে বাঁচাতে এগিয়ে আসেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮