
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি- এর বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. রশীদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার -২৭ মার্চ- রাতে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় ডিবি ওসির নেতৃত্বে একটি দল ভেলাবাড়ী ইউনিয়নের কইয়াহারা ব্রিজ এর সামনে হাজীগঞ্জ থেকে ভেলাবাড়ীগামী পাকা রাস্তার উপর থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।