প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৮:৩৪ এ.এম
লালপুরে ৫ অবৈধ ইটভাটা ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর ১৮ লক্ষ টাকা জরিমানা।।

আবু তালেব
লালপুর -নাটোর- প্রতিনিধি।।
নাটোরের লালপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
একইসঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মালিকদের ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জোকাদহ গ্রামের এমবি আর ইটভাটা কে ৩ লক্ষ টাকা- আড়মবাড়িয়ার এমআরবি ইটভাটা কে ৫ লক্ষ টাকা- পালিদেহা গ্রামের এএমডি ভাটাকে ৫ লক্ষ টাকা, লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের ডি এস এল ভাটা কে ৩ লক্ষ টাকা এবং লালপুর পদ্মার চর এলাকার মেসার্স সম্রাট ইটভাটাকে ২ লক্ষ টাকা মোট ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার -২ জানুয়ারি- সকাল থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব রেজওয়ান উল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর একটি দল সহায়তা করে।এ বিষয়ে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স না থাকায় লালপুর উপজেলার দুয়ারিয়া, ঈশ্বরদী ও লালপুর ইউনিয়নের পাঁচটি অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়েছে। অভিযুক্ত ভাটা মালিকদের মোট ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরও জানান- অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২