প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৫:২২ এ.এম
লালপুরে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।।
আবু তালেব
লালপুর নাটোর - প্রতিনিধি।।
নাটোরের লালপুরে মরহুম ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন- মরহুম ফজলুর রহমান পটলের সুযোগ্য সন্তান ডিএমসির সাবেক ভিপি লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু- পৌর বিএনপি'র আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা নান্নু- বিলমাড়ীয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু-
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমান এবং সঞ্চালনায় আব্দুল মান্নান সাধারণ সম্পাদক প্রমুখ।
উক্ত খেলায় A.C.K.S ফুটবল একাডেমি, বাঘা একাদশ নওপাড়া ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২