
আবু তালেব, লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড -নবেসুমি- এলাকায় অভিযান চালিয়ে ৭টি পাওয়ার ক্রাশার -যন্ত্রচালিত আখ মাড়াইকল- জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইশতিয়াক আহমেদ বলেন, সোমবার -৩ মার্চ- উপজেলার সাদীপুর, অমৃতপাড়া, ঢুষপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামে মিল কর্তৃপক্ষের সহযোগিতায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৭টি যন্ত্রচালিত আখ মাড়াই কল জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মিলের উপ-মহাব্যবস্থাপক -কৃষি- মোঃ আসহাব উদ্দিন, ডিজিএম -সম্প্রসারণ-নজরুল ইসলাম ও নিরাপত্তা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান।