স্টাফ রিপোর্টার, কক্সবাজার
বান্দরবান জেলা লামা উপজেলায় সরই ইউনিয়ন'র এক ইউপি সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে লামা নির্বাহী ম্যাজিস্টেট।
সোমবার -১৭ ফেব্রুয়ারী- রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জব্বার ভূয়া জন্মসনদ তৈরি করে তার স্ত্রীকে হালনাগাদ ভোটার করার চেষ্টা করেন।
বিষয়টি প্রমানিত হওয়ায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ -২- ধারা মোতাবেক আব্দুল জব্বার মেম্বারকে মোবাইল কোর্ট করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮