প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৫:৪২ পি.এম
লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে কুমারগাড়ী বসুনধারা ফিড প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার কুমারগাড়ী বাজারের পাশে বসুনধারা ফিড প্রতিষ্ঠান প্রশাসনকে ফাঁকি দিয়ে লাইসেন্স ছাড়াই ফিড এর ব্যবসা করে আসছেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মিনহাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বসুনধারা ফিড প্রতিষ্ঠান এক অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের মৎস্য খাদ্য ও পশুখাদ্য লাইসেন্স না থাকার অপরাধে ২০১০ সালের মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বসুনধারা ফিড এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২