প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১১:৪১ এ.এম
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায়৷ ৩জন গ্রেপ্তার।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার -১৬ নভেম্বর- দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ভোরে তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাহার উদ্দিন- মোবারক হোসেন ও তুষার ইসলাম। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
ওসি মো. আবদুল মুন্নাফ বলেন- হিরালাল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না তা তদন্ত চলছে।
উল্লেখ্য যে- গত ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালালকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২