প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ১০:৫৭ এ.এম
লক্ষ্মীপুরে সেনাসদস্যের ওপর হামলা আইনজীবীসহ আটক ৩।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ।।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সেনাসদস্য মঞ্জুরুল আলমের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় ৩ জনকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
শনিবার -২৬ অক্টোবর- দুপুরে ভুক্তভোগী মঞ্জুরুল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান- তার ভাই মোসলেহ উদ্দিন জিকু ও জামাল উদ্দিন পিকু। তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার -২৫ অক্টোবর- বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
গ্রেপ্তার রিগ্যান- জিকু ও পিকু শিবপুর গ্রামের মৃধ্যা বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন- শাকিল হোসেন- আব্বাস উদ্দিন- আলাউদ্দিন রিংকু- আবদুল্লাহ- রহিম- সুমন ও রাজু। তারা গ্রেপ্তারকৃতদের আত্মীয় বলে জানা গেছে।
এজাহার সূত্র জানায়- বাদী মঞ্জুরুল আলম মৃধা বাড়ির শাহ আলমের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। অভিযুক্ত রিগ্যানদের সঙ্গে মঞ্জুুরুল আলমদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধীয় জমিতে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সুপারি গাছে ওঠে। এ সময় মঞ্জুরুল আলম ঘটনাস্থল গেলে অভিযুক্তরা তার ওপর হামলা করে। তাকে অভিযুক্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এছাড়া তার ভাই ও মা সহ আরও ৩ জনকে পিটিয়ে আহত করে তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন- সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গ্রেপ্তারকৃতদের আটক করে সেনাবাহিনী থানায় সোপর্দ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২