প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১২:৫৫ পি.এম
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি করা সেই ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা সেই ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেপ্তার করছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় তাকে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহীন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীন ৪ শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ঘটনার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শাহীন। সোমবার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে একের পর এক গুলি ছুঁড়ে শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান শাহীন। ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০০ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২