
সালমান মির্জা, লক্ষ্মীপুর প্রতিনিধি:
রায়পুর, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতির সময় সালমা আক্তার (১৪) নামের এক সপ্তম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের মৈশাল বাড়িতে এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ
নিহত সালমা স্থানীয় জনকল্যাণ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং মনোয়ার হোসেন ও রেহানা দম্পতির জ্যেষ্ঠ সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় হলে স্বজনরা তাকে ডাকতে যান। এসময় শয়নকক্ষে সালমার ঝুলন্ত দেহ দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য ও তদন্ত
খবর পেয়ে রায়পুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, কিশোরীর আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।
শোকের ছায়া
তিন ভাইবোনের মধ্যে সবার বড় সালমার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেধাবী এই ছাত্রীর অকাল প্রয়াণে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে না পাওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

























