প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৪:১৭ পি.এম
লক্ষ্মীপুরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণায় ঘটনায় ২ ধর্ষক গ্রেফতার।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে কমল নগর থানা পুলিশ। ১৮ ডিসেম্বর -বুধবার- রাতে ক্ষতিগ্রস্থ ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় ৫ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে ১৯ ডিসেম্বর -বৃহস্পতিবার- দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো- কমলনগরের চরকাদিরা ইউপির বটতলা এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ -২২- ও একই এলাকার শাহজাহানের ছেলে মো. রনি -২১- । উল্লেখ্য- গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করা হয়। এসময় রনি নামের এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা।
ঘটনার পর এলাকার প্রভাবশালী একটি মহল ধর্ষকদের পক্ষ নিয়ে ঘটনাটিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করেন। অবশেষে ঘটনার ৮দিন পর এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে বুধবার রাতে তরুণীর বাবার দায়েরকৃত ধর্ষণের মামলা থানায় রেকর্ড করেন। মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে গ্রেফতার করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ তহিদুল ইসলাম জানান- ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। দুই আসামী গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২