মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত শাহিন ও কিরণ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারেক মাহমুদ বলেন, “লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দুইটি রিকশাযোগে আরও কয়েকজন এসে মব তৈরি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা চালায় এবং আমাকে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী উদ্ধার না করলে আজ আমি বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করার উদ্দেশ্যে বারবার চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।”
এলাকাবাসী জানান, স্থানীয় বিএনপি কর্মী কিরণ ও ফরিদ হামলার নেতৃত্ব দেয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।
ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮