প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৪, ১১:৫২ এ.এম
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি- প্রত্যন্ত এলাকায় ত্রাণের জন্য হাহাকার।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় স্থান ভেদে ২ হতে ৩ ইঞ্চি পানি কমেছে। যদি আর কোন বৃষ্টি পাত না হয় তাহলে অতি দ্রুতই পানি কমে যাবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে স্থানের তারতম্য হওয়ার কারণে কোথাও ২ ইঞ্চি আবার কোথাও ৩ ইঞ্চি পানি কমেছে, এ ধারা অব্যাহত থাকলে অতি তাড়াতাড়ি পানি নেমে যাবে।কিন্তু বিশেষজ্ঞরা ভিন্ন মত প্রকাশ করছেন তারা আশংকা করছেন এবারের বন্যায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পানি নিষ্কাশনের খালগুলোতে নাব্যতা না থাকা- বিভিন্ন এলাকার খালগুলোতে বাঁধ দিয়ে মাছ চাষ করা- ইচ্ছামাফিক বাঁধ দিয়ে রাস্তা তৈরি করা বিভিন্ন হাট বাজারের খালে ময়লা ফেলে পানি চলাচল বন্ধ করে দেওয়া ইত্যাদি কারণে পানি সরতে সময় লাগতে পারে বলে আশংকা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
এ দিকে যতই দিন যাচ্ছে প্রত্যন্ত এলাকার লোকজনের কষ্ট ততই বেড়ে চলেছে। বন্যার কারণে জেলার প্রত্যন্ত এলাকার খেঁটে খাওয়া মানুষ গুলোর কোন কাজকর্ম না থাকার কারনে অভাব দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকারি, বেসরকারি ভাবে যে সব সহযোগিতা আসছে তা তৃণমূল পর্যায়ে পৌঁছার আগেই শেষ হয়ে যাচ্ছে। তাই তৃণমূল পর্যায়ে হাহাকার বৃদ্ধি পেয়েছে। তবে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যাক্তি পর্যায়ের লোকজন তৃণমূলে হাতে হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক বলেন আমরা- রামগঞ্জ ব্লাডডোনারস ক্লাব,,রামগঞ্জ ক্লাব লক্ষ্মীধর পাড়া এক্সপ্রেস- আলোর বাঁধনসহ আরও কিছু সংগঠন মিলে আমরা গ্রাম পর্যায়ে একেবারেই তৃণমূল পর্যায়ের অসহায় দুস্থ মানুষদের সহযোগিতা করার চেষ্টা করে আসছি।কিন্তু আমরা যা দিচ্ছি তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।তারপরও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম স্যারের সাথে আলাপ করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ কি ভাবে বাড়ানো যায় সে চেষ্টা করছি। আশাকরছি দুই একদিনের মধ্যেই সরকারি ভাবে কিছু ত্রাণ পাওয়া যাবে। যে সকল এলাকা বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছে বেশী এবং ত্রাণের স্বল্পতা আছে বলে জানা গেছে সে সব এলাকা গুলো হলো রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর- ইছাপুর- লামচরী- দরবেশ পুর- করপাড়া- ভোলাকোট ও ভাটরাইউনিয়ন,সদরউপজেলারদিঘলী- চরশাহী- মান্দারী- কুশাখালী- পার্বতীনগর- ভাঙাখাঁ- উত্তরহামছাদী- ভবানীগঞ্জ- তেয়ারীগঞ্জ- শাকচর- চন্দ্রগঞ্জ- লাহারকান্দী- ইউনিয়ন- রায়পুরউপজেলারবামনী- চরপাতা- চরমোহনা- কেরোয়া- সোনাপুর ইউনিয়ন এ ছাড়াও রামগতি উপজেলার চরপোড়াগাছা- চররমিজ- সোনাপুর- কেরোয়া- চরকাদিরা- ও চরফলকন ইউনিয়ন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২