প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ১:১৬ পি.এম
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।।
মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরের প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার -১৩ নভেম্বর- সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকদের বীজ ও সার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘কৃষির সঙ্গে সভ্যতার যোগাযোগ রয়েছে। তাই কৃষক ও কৃষি বাঁচলে সভ্যতা বাঁচবে।
কৃষকদের মধ্যে সরিষা- মুসুর ডাল- ফেলন ডাল- লালশাক-পালংশাক-বাঁধাকপি- লাউ- বেগুন-কলমি শাক-টমেটো- বেগুন ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর খামারবাড়ীর উপ-পরিচালক সোহেল ম. শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- জেপি দেওয়ান- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) অভি দাশ প্রমুখ। সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. হাসান ইমাম।
লক্ষ্মীপুর কৃষি অফিসের কর্মকর্তারা জানান- সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ হাজার কৃষকের মধ্যে শাক-সবজি ও রবিশস্যের বীজ বিতরণ করা হবে। এর মধ্যে সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮ হাজার ৬৫৫জন কৃষক বীজ পেয়েছেন আজ। বীজ বিতরণ কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।
উল্লেখ্য যে, গত আগস্টের বন্যা এবং বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতায় লক্ষ্মীপুরে ধান- শাক-সবজিসহ কৃষিতে প্রায় ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২