
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর গ্রামে সৌদি প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের ছাদের সিঁড়ি রুমের টিন কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং আসবাবপত্রসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী জাহানারা আক্তার সাথী (২৫) আজ ২০ মে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার স্বামী নূর হোসেন প্রবাসে থাকেন। তিনি ঢাকায় বসবাস করলেও মাঝে মাঝে গ্রামের বাড়ি দুধরাজপুরে গিয়ে ঘরের দেখভাল করে আসেন।
লিখিত অভিযোগে জাহানারা উল্লেখ করেন, গত ৫ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে গিয়ে ঘর পরিদর্শন করে আবার ঢাকায় চলে যান। এরপর দীর্ঘদিন কেউ না থাকায় চোরের দল সুযোগ বুঝে ছাদের টিন কেটে ঘরে প্রবেশ করে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২২ ভরি স্বর্ণালঙ্কার, সৌদি রিয়াল ১৬ হাজার (যার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা), নগদ ২ লাখ টাকা এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র।
ঘটনার বিষয়ে স্থানীয় দুইজন সাক্ষী সিরাজুল ইসলাম ও রাশেদ আলম জানান, তারা ১৯ মে ঘর পরিষ্কার করতে এসে দরজা খোলা দেখতে পান এবং ঘরের ভেতর এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে সবকিছু খতিয়ে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।