প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৫০ এ.এম
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর সলীল সমাধি।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে একই দিনে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের এক জনের নাম হাফসা আক্তার -৮- ও অপর জনের নাম মোঃ সোহাগ হোসেন -২-।
সোমবার -২৩ ডিসেম্বর- সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সোহাগ হোসেন পানিতে ডুবে মারা যায়।
নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আন্ধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।
জানা গেছে- পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়। উভয় শিশুকে হাসপাতালে নিয়ে আসলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন- দুই শিশুকেই আমরা মৃত পেয়েছি। পরবর্তীতে তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২