প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৯:৪৫ পি.এম
লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর সেফটি ট্যাংকি থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নিখোঁজের আটদিন পর হাত-পা বাঁধা অবস্থায় ফজলে রাব্বি (২১) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামের একজনকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রবাহবাঘ গ্রামের এক প্রবাসীর ফাঁকা ঘরের টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ
নিহত রাব্বি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র নিহতের চাচা ও স্থানীয়রা জানায়, ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসে।
এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার চন্দ্রপ্রবাহবাঘ গ্রামের শেখের বাড়ির ট্যাংকির ভেতর থেকে গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়রা সেখানে মরদেহ দেখতে পায়।
নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, ‘রাব্বি আটদিন নিখোঁজ ছিল,স্থানীয়রা গন্ধ পেয়ে ও ঘটনাস্থলে মাছি উড়তে দেখে আমাদেরকে খবর দেয়। পরে আমরা এসে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা বাড়ির ট্যাংকির ভেতর রাব্বির মরদেহ দেখতে পাই।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২