মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায়। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তোফায়েলের সঙ্গে তার তিন ভাই—তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে দ্বিতীয় দফায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮