সালমান মির্জা, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংয়ের বর্বর হামলার শিকার কলেজছাত্র আশ্রাফুল ইসলাম (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ধানমন্ডির নিউলাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশ্রাফুল রুস্তম আলী ডিগ্রি কলেজের ছাত্র এবং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার আজিজুল হকের ছেলে।
ঘটনার প্রেক্ষাপট:
গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ঢালিকান্দি গ্রামের একটি ফসলি মাঠ থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় আশ্রাফুলকে উদ্ধার করেন স্বজনরা। প্রথমে তাকে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হলেও পরিস্থিতির অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। সেখানে আইসিইউতে কয়েকদিন লড়াই করার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ভগ্নীপতি স্বপন মালত তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
অভিযোগের তির কিশোর গ্যাংয়ের দিকে:
নিহতের পরিবারের দাবি, চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবী শাহিন বেপারির নেতৃত্বে ৮-১০ জন যুবক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আসা শাহিন ইটের আঘাত ও বেধড়ক পিটুনিতে আশ্রাফুলের মাথা ও শরীরে গুরুতর জখম করে।
আইনি ব্যবস্থা ও বর্তমান অবস্থা:
আশ্রাফুলের ওপর হামলার ঘটনায় তার বাবা আজিজুল হক আগেই রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশ প্রধান অভিযুক্ত শাহিন বেপারিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীর মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরের আইনি প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, চরাঞ্চলের চরবংশী ও চরআবাবিল এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮