প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৩৯ এ.এম
লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা সড়ক ও জনপথ বিভাগের -সওজ- জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল রবিবার সদর উপজেলার দালাল বাজার এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। প্রায় ৬ কিলোমিটার সড়কের দুপাশে সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। এদিকে উচ্ছেদকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা জানান এভাবে উচ্ছেদ করলে হাজার হাজার লোক বেকার হয়ে যাবে। গতকাল তারা উচ্ছেদকারী ভেকু মেশিনের উপর হামলাও চালিয়েছে।
অভিযানে জেলা প্রশাসক -ডিসি- রাজীব কুমার সরকার, জেলা পুলিশ সুপার -এসপি- আকতার হোসেন ও লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান- সড়কের দুইপাশে সরকারি জমি রয়েছে। সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা সুবিধা নিচ্ছে। আরও বাজার গুলোও ঝিমিয়ে পড়ছে। এ ছাড়াও সারাদিন যানজট লেগেই থাকে। এখন অবৈধ স্থাপনা সরানো হচ্ছে। পুনরায় যেন স্থাপনাগুলো আর করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান- কুমিল্লা-লালমাইল-চাঁদপুর-লক্ষ্মীপুর ও নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ১০৪ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় সওজের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এরমধ্যে দালাল বাজার- উত্তর তেমুহনী ও ঝুমুর এলাকায় সড়কের দুই পাশে অবৈধ দখলদার- স্থাপনা- বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হবে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক -ডিসি- রাজীব কুমার সরকার বলেন- সপ্তাহজুড়ে জেলা প্রশাসনের তদারকিতে উচ্ছেদ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পৌরসভা ও উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২