প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৫:১৪ পি.এম
লক্ষ্মীপুরের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি ইউসুফ গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জের উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপির কর্মী ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামী মোঃ ইউসুফ (৪২)কে আটক করেছে র্যাব ১১।
আজ বুধবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
তিনি বলেন, মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিনের সাহারপাড়া গ্রামের কনফেকশনারী ব্যবসায়ী (চা-দোকানী) আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মারাত্মক আহত আনোয়ার হোসেন দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মোঃ ইফসুফের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন।
মিঠুন কুমার কুন্ডু বলেন র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইউসুফকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
হত্যাকা-ের শিকার আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। হত্যাকারী মোঃ ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ীর এরশাদ মিয়া ছোট ছেলে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২