তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর অভিযানে গাইবান্ধা থেকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. হানিফ -৩০- লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী "০৪নং ওয়ার্ড" এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে, ছামিউল হক-৩২-কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকার এনামুল হকের ছেলে ও মো. লিমন ইসলাম-২০-একই এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।
১০মার্চ "সোমবার" দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাব-১৩ এর সিনি. সহকারী পরিচালক "মিডিয়া" ও ফ্লাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম।
র্যাব জানায়, রবিবার রাত আনুমানিক ১১ঃ ২৫ মিনিটে গাইবান্ধা পৌরসভাধীন ১ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড থেকে পৌর পার্কগামী এলাকায় অবস্থিত সোহাগ বোডিং নামক আবাসিক হোটেলে অভিযান চালায় র্যাব-১৩,সিপিসি-৩, গাইবান্ধা। ওই হোটেলের ১৭ নম্বর রুম তল্লাশি করে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ উল্লিখিত ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ফ্লাইট লে. মো: সাইফুল্লাহ নাঈম জানান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮