চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের অভিযানে ২৬৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ৪১ বোতল ফেনসিডিল জব্দসহ মাদক ব্যবসায়ী মো. মোকছেদুল হক ওরফে মক্কু -৩৭- গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক –মিডিয়া- বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মক্কু হাতীবান্ধার বড়খাতা ইউপির ৭নং ওয়ার্ড দোলাপাড়া –জিগারঘাট- এলাকার বাসিন্দা মহর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া -জিগাঘাট- মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আসামি মক্কুর বাড়ি তল্লাশি করে থাকার ঘরের খাটের নীচ থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা ৪১ বোতল ফেনসিডিল ও সাদা রঙের বস্তায় রাখা ২৬৫ বোতল এস্কাফ জব্দ করা হয়। সেই সময় মক্কুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আসামি মক্কুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। মাদক নির্মূলে র্যাবের এই প্রয়াস অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করেছেন তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮