চঞ্চল, বিশেষ প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহৃত এক কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি মো. একরামুল হককে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ এবং র্যাব-১১ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার রহিম স্টিল মিলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ জুন রাতে হাতীবান্ধা উপজেলার ধুবনী মৌজায় বাড়ির বাইরে থাকা অবস্থায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় একরামুল হক ও তার সহযোগীরা। এ ঘটনায় ২৫ জুন ভুক্তভোগীর পরিবার হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-৩৭/২৪৪) দায়ের করে।
এরপর র্যাব-১৩ ও র্যাব-১১ যৌথভাবে তদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব দল নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে অপহরণকারী একরামুলকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত একরামুল হক লালমনিরহাটের হাতীবান্ধা থানার নিজ গড্ডিমারী গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮