পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শনিবার(৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ।
সন্ধ্যা ঘনিয়ে আসতেই ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা শহীদ মিনার চত্ত্বরে একে একে সমবেত হন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে নীরবতা পালন করেন তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দুর্গাপুর। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা।
ছাত্র ইউনিয়নের নেতারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িকতা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। স্বাধীনতার মূল্য ও শহীদদের ত্যাগ তরুণদের সামনে পথ দেখায়।
কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সাবেক সভাপতি শামছুল আলম খান, মোরশেদ আলম, বর্তমান সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮