প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৪:২০ পি.এম
রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোট পাচারকালে তিনজন গ্রেফতার

তৌহিদ বেলাল, কক্সবাজার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১ হাজার টাকার জাল নোট।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব জাল নোট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাচ্ছিলো।
গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নলবুনিয়াপাড়ার মৃত শওকত আলির পুত্র মোহাম্মদ মোদ্দাছ্ছির (২৫), তার বোন খাদিজা বেগম (১৭) ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর কন্যা হালিমা আক্তার (১৮)।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২