তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত ও বেশ কিছু গুলিসহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে।
উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত প্রায় দশটার দিকে এই গোলাগুলির ঘটনা সংঘটিত হয়।
নিহতরা হলেন, উখিয়ার বালুখালির ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২৪ ব্লকের মৃত মুহাম্মদ ইউনুসের পুত্র সেলিম উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের মুহাম্মদ জুবায়ের (৩০)।
ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি এলজি'র অংশবিশেষ, ১১ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৪টি শর্ট গানের কার্তুজ, একটি ম্যাগজিন ও চাকু উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ন'টার দিকে প্রায় অর্ধশত সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বালুখালি ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সংবাদ পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন'র সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। সেসময় সন্ত্রাসীরা 'পুলিশ-পুলিশ' বলে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অনবরত গুলি ছুঁড়তে থাকে। ওইসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দু'জনের লাশ ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাদিম আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সুরতহাল রিপোর্ট সংগ্রহ শেষে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে'।
ঘটনার সময় পুলিশ ৭৩ রাউন্ড গুলি চালিয়েছে বলেও জানান ওসি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮