শওকত আলম- কক্সবাজার।।
কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুইজন মারা গেছে- পুড়েছে শত শত বসত ঘরসহ নানা স্থাপনা।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই আগুন ধরে।
উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল।
স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ওই ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে আকস্মিক আগুন ধরে। মুহূর্তেই তা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে।
জাহেদা বেগম নামে এক রোহিঙ্গা নারী জানান, চাল চুলায় দিয়ে পানি আনতে গিয়েছিলেন তিনি, এসে দেখেন পুড়ে সব শেষ।
আবুল কাসেম নামের আরেক রোহিঙ্গা জানান, বাঁশ দিয়ে বেড়া বানাচ্ছিলেন ঘরের পাশেই। আগুন দেখে দৌড়ে আসেন। কোনো মতেই বউ বাচ্চাদের বের করতে পেরেছেন। বাকি সবকিছু পুড়ে শেষ।
কক্সবাজার রামু এবং উখিয়ার দমকল বাহিনীর ১২টি ইউনিট যায় ঘটনাস্থলে। আটটি ইউনিয়নের সহযোগিতা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বিকেল ৩টায়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, রান্না করার সময় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮